আরজিকর কান্ডে প্রথম থেকেই জলঘোলা শুরু হয়েছিল। তদন্তে গাফিলতির কথা প্রকাশ্যে আসছিল বারবার। অতঃপর হাইকোর্টের তৎপরতায় তদন্তের ভার যায় রাজ্য পুলিশ থেকে সিবিআই এর হাতে। কলকাতা সহ দেশের একাধিক জায়গায় এখনও বর্তমান ডাক্তারদের বিক্ষোভ। বিক্ষোভে শামিল আমজনতা থেকে তারকারাও। এরই মধ্যে গতকাল রাতে , মহিলাদের রাত দখলের কর্মসূচি যখন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে তখনই একদল বহিরাগতর উৎপাতে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় আর জি কর হাসপাতাল চত্বর। তারা কারা কেন এসেছিল কেনই বা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালালো... এইসব প্রশ্নের উত্তর এখনো অধরা যদিও প্রাথমিক অনুমান তার…
RGKAR কাণ্ডে সরগরম কলকাতা। আঁচ পৌঁছেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বন্ধ মেডিক্যাল পরিষেবা। কর্মবিরতিতে জুনিয়ার ডাক্তার। দাবি একটাই , তিলোত্তমার ন্যায় এবং দোষীদের উচিৎ শাস্তি। তবে সময়ের সাথে সাথে ঘটনা আরও ঘোলা হয়েছে। নাটকীয়ভাবে মোড় নিচ্ছে এক একটা দিক , উঠছে একধিক প্রশ্ন। যার উত্তর এখন অধরাই। রাত পোহালেই তদন্তভার যাবে সিবিআই এর হাতে। এর পরের গতি কী হয় এখন শুধু সেটাই দেখার। বিস্তারিত ভিডিওতে -
Social Plugin