বাবা-মায়ের সম্পর্কে টানাপোড়েনের জেরে ভাঙছে সংসার। এই তিক্ত সমীকরণ কাঠগোড়ায় দাঁড় করায় একমাত্র সন্তানকে। চিরাচরিত সমাজ ব্যবস্থার দিকে আঙুল তোলে । এরম সম্পর্কের সমীকরণ নিয়েই আসছে জেনিথ প্রোডাকশন হাউসের নতুন ছবি। প্রযোজক রবীন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে পরিচালক জয়দেব মন্ডলের পরিচালনায় শুরু হতে চলেছে সরলরেখার শুটিং।
নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের। সোমবার এসএসসির গ্ৰুপ সি, গ্ৰুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির প্রায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। বাংলা এখনও পর্যন্ত যেকটি বড় দুর্নীতির সাক্ষী থেকেছে , তার মধ্যে নিয়োগ দুর্নীতি অন্যতম। বিগত তিন বছরে বাংলার রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয় ছিল শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতি। টেট এবং এসএসসি - উভয় ক্ষেত্রেই দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছিল। টেট মামলা আপাতত সুপ্রিকোর্টে বিচারাধীন। সোমবার , এসএসসির ক্ষেত্রেও যুগান্তকারী রায়দান করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এব…
Social Plugin