আরজিকর কান্ডে প্রথম থেকেই জলঘোলা শুরু হয়েছিল। তদন্তে গাফিলতির কথা প্রকাশ্যে আসছিল বারবার। অতঃপর হাইকোর্টের তৎপরতায় তদন্তের ভার যায় রাজ্য পুলিশ থেকে সিবিআই এর হাতে। কলকাতা সহ দেশের একাধিক জায়গায় এখনও বর্তমান ডাক্তারদের বিক্ষোভ। বিক্ষোভে শামিল আমজনতা থেকে তারকারাও। এরই মধ্যে গতকাল রাতে , মহিলাদের রাত দখলের কর্মসূচি যখন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে তখনই একদল বহিরাগতর উৎপাতে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় আর জি কর হাসপাতাল চত্বর। তারা কারা কেন এসেছিল কেনই বা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালালো... এইসব প্রশ্নের উত্তর এখনো অধরা যদিও প্রাথমিক অনুমান তারা এসেছিল প্রমাণ লোপাট করতে। এর আগে সংবাদমাধ্যমে উঠে এসেছিল , হয়তো তিলোত্তমা এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। রিপোর্টও বলছিল প্রথমে শ্বাস রোধ করে খুন এবং তারপর ধর্ষণ করা হয়েছিল তাকে। আজ দুপুরে সামাজিক মাধ্যমগুলিতে এই অডিও ক্লিপটি ভাইরাল হতেই গোটা ঘটনা ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে কি এটাই সেই সত্য যা প্রকাশ্যে আনার ভয় , মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো ওই তরুণী চিকিৎসকের।
Audio clip -
0 Comments