কলকাতায় ‘ তুফান ’ উপলক্ষ্যে তারকামেলা , উপস্থিত শাকিব খান

 


অনুষ্ঠিত হল ঢালিউড কিং শাকিব খানের তুফানের প্রিমিয়ার। এপার বাংলার অভিনেত্রী ও ওপার বাংলার অভিনেতার ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পেল কলকাতায়।  সাউথ সিটিতে অনুষ্ঠিত প্রিমিয়ারে দেখা গেল  টলিতারকাদের ঢল। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি দেখতে উপস্থিত ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখার্জী, ইধিকা পাল, মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জী , দর্শনা বণিক, সৌরভ দাস, সৈরিতি ব্যানার্জী প্রমুখ টলিউডের বহু স্বনামধন্য ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন বাংলাদেশী সুপার স্টার শাকিব খানের ভক্তরাও। প্রসঙ্গত , বাংলাদেশে তুফান মুক্তি পায় ১৭ই জুন। সেখানেও বেশ সাফল্যের সাথে পর্দা কাপাচ্ছে শাকিবের ‘ তুফান ’। এখন এদেশে তুফানের জের কতটা পড়বে টলিউড সিনেমার ওপর ,  অপেক্ষা শুধু সেটা দেখার। 

Post a Comment

0 Comments