সবুজ বাঁচাতে নয়া উদ্যোগ , গাছ লাগালে কমবে ট্যাক্স

 

FMD: পরিবেশের প্রতি আমাদের নিষ্ঠুরতা এতদিন যে হারে বেড়েছিল , তার সরাসরি ফল এবার হয়তো অমরা বুঝতে পারছি। যে হারে ক্রমাগত জলবায়ুর পরিবর্তন নজরে আসছে তাতে অদূর ভবিষ্যতে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে, তা আন্দাজ করতে পারছেন অনেকেই। এক কথায় বললে, সময় থাকতে প্রকৃতির ভারসাম্যকে নিয়ন্ত্রণে আনা আবশ্যক। আর তাই, সবুজ বাঁচাতে অভিনব উদ্যোগে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা। এবার থেকে গাছ লাগালে ছাড় মিলবে ট্যাক্সে।



বিষয়টি আরও খোলসা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, পরিবেশ যদি বাঁচাতে হয় তবে গাছ লাগানো আবশ্যক। সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ। তিনি বলেন, তাঁদের এই উদ্যোগে তাঁরা বিশেষত ফ্ল্যাট এলাকাগুলিতে বেশি জোর দিয়েছেন। অনেক ফ্ল্যাট এলাকায় দেখা যায় , বেশ অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। এবার থেকে সেই ফাঁকা জায়গাগুলোতে যদি ভাল গাছ লাগানো যায় তবে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের ট্যাক্সে ছাড় দেওয়া হবে বলে সিদ্ধান্ত শিলিগুড়ি পুরসভার। তবে শুধু কি ফ্ল্যাট! মোটেই না , একইভাবে শহরবাসীও যদি গাছ লাগান - গাছ বাঁচান তবে পুরসভার ট্যাক্সে তাঁরাও ছাড় পাবেন।


মেয়রের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। দিন দিন যে হারে ফ্ল্যাট সংখ্যা বাড়ছে তাতে করে গাছ লাগানোর জায়গা কমেছে। সেদিক থেকে বিচার করলে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসীও।

Post a Comment

0 Comments