টলিউডের প্রোডাকশন হাউস পিএম মুভিজ এর মিউজিক অ্যালবাম "উত্তর আজও খুঁজি" সদ্য মুক্তি পেয়েছে ইউটউব ও সমস্ত এমপি3 প্লাটফর্মে !
এই অ্যালবামটা পুরো শুটিং হয়েছে বকখালিতে প্রযোজক সারফারাজ মল্লিক জানান শুটিং দুদিনে শেষ করার ছিলো কিন্তূ বকখালিতে এতটাই গরম যে তিন দিন লেগেছে শুটিং শেষ করতে ।
খুবই সুন্দর একটা রোমান্টিক প্রেমের গান ..মডেল সিমরান ও রিক খুবই ভালো মানিয়েছে! ইতিমধ্যেই অ্যালবামটি ইউটিউবে বহু মানুষের মন জিতে নিয়েছে।
এই অ্যালবামে অভিনয় করেছে মডেল সিমরান ও রিক, এই অ্যালবামে গান গেয়েছে মিলন শর্মা ,গান লিখেছে মৃন্ময় মন্ডল , ‘এই আলবামে মিউজিক দিয়েছে শাহিদ আনোয়ার ।
এই অ্যালবামে কোরিওগ্রাফ করেছে সালাম খান ..প্রযোজক সরফরাজ মল্লিক জানিয়েছে তিনি প্রতি মাসে ভালো ভালো মিউজিক ভিডিও দর্শকদের উপহার দেবেন …
পিএম মুভিজের তরফ থেকে ধন্যবাদ জানাই টলিউডের পরিচালক আতিউল ইসলামকে নতুন নতুন প্রতিভাকে এইভাবে তুলে ধরার জন্যে।’
0 Comments