৪০০ হবে পার , ফির একবার মোদি সরকার ! বালুরঘাটের সভা থেকে হুঙ্কার মোদীর

মোদীর কথা: “আগামী ৫ বছরে উন্নয়নের গ্যারান্টি আমার। গরিবদের জন্য ৩ কোটি আরও নতুন ঘর তৈরি হবে' । 'কম দামে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের বিল শূন্য করে দেব''।


মঙ্গলবার ভোটের প্রচারে ফের একবার বাংলায় মোদীবিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে এদিন বালুরঘাটে সভা করেন মোদী। সভার আসর থেকেই বাংলার শাসক দলের বিরূদ্ধে হুঙ্কার ছাড়েন তিনি। বলেন ,‘বাংলায় উন্নয়নেরই জয় হবে। বাংলা বলছে ৪ জুন ৪০০ পার, আবার মোদি সরকার। পাশাপাশি তিনি আরও জানান ,অনেকে 'রামনবমী’ আটকাতে ষড়যন্ত্র করেছিল কিন্তু শেষ অবধি সত্যেরই জয় হয়েছে'।





Post a Comment

0 Comments