কেমন গেল লোকসভার প্রথম দফা! একনজরে ভোটের সারাদিন



শুরু লোকসভা নির্বাচন। ১৯ শে এপ্রিল ছিল প্রথম দফার ভোট। প্রথম দফা ভোটে পশ্চিমবঙ্গের অধীনে ছিল তিন লোকসভা কেন্দ্র কোচবিহার , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি।


এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যে নিরিখে তিন কেন্দ্রে ভোটদানের সামগ্রিক হার ৭৭.৬ শতাংশ।  কোচবিহারে ৭৭.৭৩ , আলিপুরদুয়ার ৭৫.৩৩ শতাংশ ও জলপাইগুড়ি ৭৭.৫৭ শতাংশ।

২০২৪ - এ মোট সাত দফায় ভোট করাবে ভারতীয় নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোট ২৬শে এপ্রিল , রায়গঞ্জ ,বালুরঘাট এবং দার্জিলিং। ২১টি রাজ্য এবং‌ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে লোকসভা ভোটের প্রথম দফায় দেশের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে এদিন।



প্রথম দফার ভোটই উত্তপ্ত বাংলা , দফার দফায় বিক্ষোভের ঘটনা প্রকাশ্যে


প্রথম দফার ভোটই  কোচবিহারে ১৭২টি, আলিপুরদুয়ারে ১৩৫টি এবং জলপাইগুড়ির ৭৬টি মিলিয়ে মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের ঘরে ”। ইতিমধ্যে ১৯৫টি অভিযোগের নিষ্পত্তি করেছে কমিশন। দলগত ভাবে বিজেপি তরফে ৯ , তৃণমূলের তরফে ৯ এবং সিপিএমের তরফে ১টি অভিযোগ দায়ের করেছে।

স্থানীয়দের সঙ্গে বচসার উদয়ন গুহ

কোচবিহারে ভেটাগুড়িতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে পুলিশি নিরাপত্তায় গ্রাম ছাড়তে বাধ্য হন তৃণমূলের এই মন্ত্রী। বিক্ষোভকারীদের দাবি, উদয়নের মদতেই বিজেপির এক পঞ্চায়েত সদস্য গ্রেফতার করে পুলিশ। তার প্রতিবাদেই এই বিক্ষোভ। যদিও উদয়নের বক্তব্য, সাজানো লোকেদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।


কোচবিহারে দফায় দফায় বিক্ষোভ , বোমা উদ্ধার একাধিক জায়গায়

কোচবিহারের মাথাভাঙ্গায় ভোটগ্রহণকে কেন্দ্র বিক্ষিপ্ত প্রতিবাদ স্থানীয়দের। শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায়  ২৮৬ নম্বর বুথে তৃনমূল - বিজেপির ধস্তাধস্তি। ভোটগুরিতে বোমাবাজির অভিযোগ স্থানীয়দের। কোচবিহারের দিনহাটায় উদ্ধার বোমা।মধ্য ফলিমারির ৪/৩৭ বুথ সংলগ্ন এলাকায় ৯টি বোমা উদ্ধার পুলিসের।


বিজেপি কর্মীকে মারধর তৃণমূলের 

শীতলখুচির গোঁসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চত্রা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমুল কর্মীদের বিরুদ্ধে। আহত ওই বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ঐ বিজেপি কর্মীর নাম সুরেন্দ্র বর্মণ। অভিযোগ, বড় ধাপের চত্রা এলাকায় ২০১ নং বুথে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাঁকে বাঁশ দিয়ে মারধর করেন। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। 


তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ বিজেপির

কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর এলাকার ২৩৬ নম্বর বুথ তৃণমূলের তরফে দখল করে রাখার অভিযোগ তোলে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের ।


পুলিশ সঙ্গে বচসায় গেরুয়া শিবির , উত্তপ্ত ডাবগ্রাম-ফুলবাড়ি

প্রথম দফার ভোটে সরগরম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এদিন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের সঙ্গে বচসার জড়ায় গেরুয়া শিবির। ক্রমে উত্তপ্ত হয় পরিস্থিতি।ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।

বিজেপির অভিযোগ , তৃণমূলের তরফে এখানে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে! সত্যতা যাচাইয়ে কিছুক্ষনের মধ্যে সেখানে পৌঁছন বিজেপির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির পশ্চিম ধানতলার ৩০১ নম্বর বুথের কাছেই পুলিশের তরফে তাঁকে বাঁধা দেওয়া হয়। এরপরই পুলিশের সঙ্গে তীব্র বচসার জড়ান বিধায়িকা। যদিও শাসক শিবিরের অভিযোগ বিধায়িক শিখা পরিকল্পনামাফিক এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করেছেন।

অশান্ত আলিপুরদুয়ার , পুড়লো তৃণমূল ও বিজেপির নির্বাচনী কার্যালয়

তুফানগঞ্জ কোচবিহার জেলার অন্তর্গত হলেও  বিধানসভার নিরিখে এটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত। এই তুফানগঞ্জেই অশান্তির ছবি প্রকাশ্যে এল ভোটের দিন। তুফানগঞ্জেরই হরিরহাট এলাকায় রাতের অন্ধকারে পুড়ল তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির।

তুফানগঞ্জের বেগারখাতা এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পোলিং এজেন্ট বিকাশচন্দ্র বর্মন জানান ,  বিজেপির কিছু দুষ্কৃতী এসে সব কাগজ ছিঁড়ে দেয়। এমনকি বুথে ঢুকলে প্রাণনাশের হুমকিও দেয় তাঁরা। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি ,বিজেপিকে কালিমালিপ্ত করতেই এই ছক তৃণমূলের।












Post a Comment

0 Comments