শুরু হলো হোম ভোটিং পরিষেবা , কারা কীভাবে করবেন আবেদন ! জানুন বিস্তারিত


লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় কমিশনের তরফে ঘোষনা করা হয় হোম ভোটিং প্রসেসের কথা। যেখানে বলা হয় যাঁদের বয়স ৮৫ বছরের ঊর্ধ্বে কিংবা যাঁরা শারীরিক ভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম ,তাদের ক্ষেত্রে এবার বাড়ি গিয়ে ভোট গ্রহণ করার সুবিধা দেওয়া হবে ।




সামনেই লোকসভা নির্বাচন। ১৯ শে এপ্রিল থেকে মোট সাত দফায় চলবে ভোট গ্রহণ। কিন্তু যাঁদের বয়স ৮৫ ঊর্ধ্ব কিংবা যাঁরা শারীরিক ভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম তাদের ভোটদান হেতু হোম ভোটিং প্রসেসের কথা আগেই উল্লেখ করেছিল ভারতীয় নির্বাচন কমিশন। এবার তার ভিত্তিতেই ৫ই এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হলো হোম ভোটিং। এক্ষেত্রে বুথে নয় বরং বাড়ি বসেই নিজেদের ভোট প্রদান করতে পারবেন তারা। ভারতীয় নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধন করে এই নিয়মও সংযোজন করা হয়েছে। 


প্রসঙ্গত , হোম ভোটিং প্রসেসের ক্ষেত্রে বাড়ি বসে ভোট দানের ক্ষেত্রে  , উক্ত ভোটারকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে উপযুক্ত নথি সমেত আবেদন করতে হবে। পরে সেই আবেদন গৃহীত হলে দুইজন নির্বাচনী আধিকারিক ওই ভোটারের বাড়িতে যাবেন ভোট গ্রহণ করতে। এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার , এক জন ভিডিয়োগ্রাফার ও একজন নিরাপত্তারক্ষীও থাকবেন। 






Post a Comment

0 Comments