বিস্তারিত
সোমবার চাঁচল সংলগ্ন সিহিপুর গ্রামে ভোটের প্রচারে যান খগেন। সেখানেই প্রচারকালীন এক তরুণীকে চুমু খেয়ে বসেন উত্তর মালদহের এই বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তাঁর এহেন কর্মকান্ডে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবি। গোটা ঘটনায় কটাক্ষের সুর তৃণমূলের গলাতেও।
সম্প্রতি তৃণমূলের , ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ - সোশ্যাল হ্যান্ডেল থেকেও এই ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করে তাতে লেখা হয় , ‘ যদি আপনার বিশ্বাস না হয় যে আপনি কি দেখছেন তাহলে পরিষ্কার করে দিই! হ্যাঁ বিজেপি সাংসদ এবং মালদা উত্তর প্রার্থী ভোটের প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন করেছেন। কল্পনা করুন এরা ক্ষমতায় এলে কি হবে। ” যদিও তৃণমূলের এহেন মন্তব্যে বিজেপির খগেন মূর্মুর দাবি , ‘ সকলের বাড়িতেই মা বোন আছে। একটি বাচ্চাকে তো সবাই আদর করে। আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করি, প্রচারে যাই,জনসংযোগ করি। মানুষ আমাদের কাছে দেবতুল্য , নারীরা মা। ভারতীয় জনতা পার্টি মহিলাদের শ্রদ্ধা করে। তৃণমূল বিকৃত মানসিকতার প্রমাণ দিয়েছে। এসব তৃণমূল কংগ্রেসের কালচার। এতে কিছু বলার নেই ’।
0 Comments