লোকনাথ সাহা, ৯ এপ্রিল, কলকাতা: ময়দানে প্রবাদ আছে ইস্টবেঙ্গল দল খোচা খাওয়া বাঘের মতই ভয়ংকর। সেটাই যেন বারবার প্রমাণ করে লাল হলুদ। তাই ঘটলো আরো একবার। মাত্র ৯ দিন আগে যুযুধান প্রতিপক্ষ মোহনবাগানের কাছে পঞ্চবাণের খোচা খাওয়ার পর যেন জেগে উঠলো লাল হলুদ। পাঁচদিনের ব্যবধানে আর এফ ডি এল এর পূর্ব জোনের মূলপর্বের খেলায় মোহনবাগানকে 2 0 এবং ২৭শে মার্চ ব্যারাকপুর অ্যাডামাস কে ৩ 0 গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পূর্ব জোনের চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের প্রথমার্ধে দুদলই যেন একে অপরকে মেপে নিচ্ছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝড় তোলে লাল হলুদ ব্রিগেড। তারই ফলস্বরূপ তিনটি গোল করে ফেলে তারা। লাল হলুদের লড়াই এবার জাতীয় স্তরে।
0 Comments