৯ ই এপ্রিল মঙ্গলবার গিরীশ মঞ্চে অনুষ্ঠিত হলো পুনশ্চ নৃত্যকলা কেন্দ্রের আয়োজনে ভাবতরঙ্গ- ৩ শাস্ত্রীয় নৃত্য উৎসব


        

শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং সংস্কার সংরক্ষণ করার উদ্দেশ্যে ৯ ই  এপ্রিল ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় গিরীশ মঞ্চে অনুষ্ঠিত হলো   "ভাবতরঙ্গ-৩ শাস্ত্রীয় নৃত্য উৎসব"। এই শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান এর  আয়োজক "পুনশ্চ নৃত্য কলা কেন্দ্র"। এই উৎসবটির সহযোগিতায় ছিল ইনফোসিস ফাউন্ডেশন (ব্যাঙ্গালুরু), ভারতীয়  বিদ্যাভবন, কোলকাতা। উত্তর কোলকাতার এই নামী সংস্থাটি দেশ বিদেশে বহু নৃত্য উৎসবে অংশ নিয়েছে।



 এই উৎসবে-ভারতনৃত্যম (ভরতনাট্যম- ও নাট্যশাস্ত্র) পরিবেশন করলেন পুনশ্চ র নৃত্য শিল্পীরা। নৃত্যে অংশ নিয়েছিলেন আত্রেয়ী দে, সুলগ্না দে, ঋত্বিকা শীল ,দীপ্তাক্ষ্মী সাহা , দীপশা মন্ডল ও আনন্দিতা দত্ত।পরিচালনায় পুনশ্চ-র কর্ণধার ও নৃত্য শিল্পী নন্দিতা ব্যানার্জী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিভূষণ ড: পদ্মা সুব্রামনিয়াম। এছাড়া ছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যয় (ওড়িষী গ্রুপ-দর্পণী), সৌভিক চক্রবর্তী (গ্রুপ কত্থক), ইভানা সরকার ও অর্পিতা সাহা (দ্বৈত মণিপুরী নৃত্য)। এই উৎসবের উদ্বোধন করেন ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর জি ভি সুব্রমণিয়াম এবং বিখ্যাত গৌড়ীয় নৃত্যের প্রবর্তক ড: মহুয়া মুখোপাধ্যায় ও নৃত্যশিল্পী অনিতা মল্লিক। 



পুনশ্চর কর্ণধার নন্দিতা ব্যানার্জি জানান যে, নৃত্যশিল্প বাঁচিয়ে রাখতে প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়, ভবিষ্যৎ এ এই নিয়ে আরো কাজ করতে উদ্যোগ নেবেন তাঁরা।

Post a Comment

0 Comments