ফের বিতর্কে গায়ক রূপঙ্কর বাগচী। সম্প্রতি এক পোস্ট অফিসে আধারের কাজ করাতে আসেন রূপঙ্কর। সঙ্গে ছিলেন স্ত্রী চৈতালি লাহিড়ীও।
সাড়ে ১২টা নাগাদ দপ্তরে পৌঁছন তাঁরা। সেখানে এসেই চৈতালিদেবীর বক্তব্য , ‘ তিনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে এসেছেন , ওনার আধারের কাজ "তক্ষুনি" করে দিতে হবে। ’ প্রত্যুত্তরে আধার কর্মীও জবাব দেন ,‘ তিনি অবশ্যই করে দেবেন কিন্তু তার আগে যাঁরা সকাল থেকে এই লাইনে দাঁড়িয়ে আছেন তাদের কাজটা আগে করতে হবে । ’
দীর্ঘক্ষন বচসার পর শিল্পী দম্পতি বলেন তাঁরা ফের ১.৩০ নাগাদ আসবেন। তখন যেন তাঁদের অপেক্ষা করতে না হয়। পরে তাঁদের কাজ ১.৩০ এর পরিবর্তে ১.৩৫ -এ শুরু হলে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন বাগচী দম্পতি। সুর চড়িয়ে চৈতালি দেবীর বলেন ,"মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে"। সরকারি কর্মচারীদের অশ্রাব্য গালিগালাজ করেন রূপঙ্করও। এরপর অফিস কর্মী এবং উপস্থিত সাধারণের চাপে পিছু হঠেন তাঁরা।
0 Comments