আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মাননীয়া। চিকিৎসকদের তরফে শুরু হয়েছে চিকিৎসা । করা হয়েছে একাধিক পরীক্ষা-নিরীক্ষাও। তৈরি বিশেষ মেডিকেল টিমও। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ,ফিরহাদ হাকিম , সুব্রত বক্সি সহ মালা রায় এবং অন্যান্যরা।
দলীয় সূত্রে খবর , বালিগঞ্জে এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখান থেকে বাড়ি ফিরে , চলাফেরা করতে গিয়ে একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গুরুতর আহত হন তিনি।
0 Comments