ভুলবশত কিংবা কার্নিশে মাথা লেগে নয় বরং পেছন থেকে ধাক্কা মারায় দরুন জখম মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো sskm মেডিক্যাল বুলেটিনে। বিবৃতি দিয়েছেন খোদ sskm অধিকর্তা মনোময় বন্দ্যোপাধ্যায়। কারণ প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।
এত তীব্র এবং কঠোর সুরক্ষা বলয়ের মধ্যে , তার থেকেও বড় কথা নিজ বাসভবনেই কে বা কারা ধাক্কা মারলো মুখ্যমন্ত্রীকে ? উঠেছে প্রশ্ন। সেই সঙ্গে , যেমনটা জানা যাচ্ছে ঘটনাটি ঘটে বিকেলে ৫ টা নাগাদ। কিন্তু মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনা হয় সন্ধ্যে ৭টা নাগাদ। এতো দেরি কেন? প্রাথমিক স্তরে চিকিৎসা দিতেই বা এতটা সময় লেগে গেল ! দ্বিতীয়ত , অ্যাম্বুলেন্সের পরিবর্তে কেন প্রাইভেট গাড়িতে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে আনা হলো? ইত্যাদি সব কিছু নিয়েই ইতিমধ্যে তীব্র হচ্ছে সন্দেহ।
0 Comments