ঘরে ফিরছেন অর্জুন, সঙ্গে সারথী তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা !


তৃণমূলের জনগর্জন সভায় ভোটের প্রার্থিতালিকা ঘোষণার পরপরই দলের প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ্যে এসেছে বার বার। অকপটে স্বীকারও করেন বিজেপি থেকে তৃণমূলে এসে ভুল করেছেন তিনি। এবার ভুল শোধরানোর পালা। বৃহস্পতিবার রাতেই দিল্লি যাচ্ছেন অর্জুন । শুক্রবার যোগ দেবেন পদ্ম শিবিরে। তবে তিনি একা নন , তাঁর সাথে গেরুয়া শিবিরে যোগদান করবেন আরও এক বিদায়ী তৃণমূল নেতা। তবে তিনি কে , সে বিষয়ে এখনই কোন মন্তব্য করতে নারাজ ব্যারাকপুরের অর্জুন সিংহ




বিস্তারিত


বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে চেনা  নাম হয়ে উঠেছেন ব্যারাকপুরের বিদায়ী তৃণমূল নেতা অর্জুন সিংহ। ঘটনার সূত্রপাত তৃণমূলের জনগর্জন সভার মঞ্চে। এদিন আসন্ন লোকসভা উপলক্ষে ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই

ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিংহকে মঞ্চে রেখে ২৪ এর নির্বাচনী টিকিট দেওয়া হয় পার্থ ভৌমিকের ঝুলিতে।



এরপরই রাগে মঞ্চ ছাড়েন অর্জুন। দলের বিরুদ্ধে  উষ্মাও প্রকাশ করেন বহুবার। নিজ কর্মদপ্তর থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। নিজমুখে স্বীকার করেন , তৃণমূলে ফেরাটা তাঁর ভুল ছিল।এরপরই তাঁর বিজেপিতে ফেরা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় জল্পনা। অবশেষে বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুনরায় বিজেপিতে ফেরা প্রসঙ্গে সিলমোহর দেন  অর্জুন। ঘনিষ্ঠ সূত্রে খবর , বৃহস্পতিবার রাতেই দিল্লি যাচ্ছেন তিনি। শুক্রুবার সকালে পদ্মশিবিরে যোগ দিয়ে সেদিনই রাতে বাংলায় ফিরবেন তিনি। তবে শুধু তিনি নন তাঁর সাথে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন আরও এক বিদায়ী তৃণমূল নেতা। তবে তিনি কে তা এখনও স্পষ্ট করেননি অর্জুন। অন্যদিকে গোটা ঘটনায় কটাক্ষের সুর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । অর্জুনের দল বদল নিয়ে তাঁর বক্তব্য , ‘‘ও তো এখনও বিজেপিরই সাংসদ।’’


প্রসঙ্গত , ২০১৯ সালে তৃণমূলের টিকিট না পেয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। ব্যারাকপুর থেকে জিতে পুনরায় আবার তৃণমূলে ফেরেন তিনি। ২০২৪ এও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফের তৃণমূলের কাছে টিকিট না পেয়েই পদ্মশিবিরে যাচ্ছেন অর্জুন। 







 






Post a Comment

0 Comments