নববিবাহিতা রাকুলপ্রীত বিয়ের চূড়া ও শারারা স্যুট পরে ট্র্যাডিশনাল লুকে নজর কাড়লেন সকলের

 



ফ্যাক্টিস ডেস্ক: রাকুল প্রীত সিংহ ও জ্যাকি ভাগনানি বিবাহ সম্পন্ন করলেন 21 ফেব্রুয়ারি। গোয়ায় সমুদ্রসৈকতের বিয়ের সেই ছবিগুলি এখনও ভুলতে পারেননি ভক্তমন্ডলী। এরই মধ্যে অভিনেত্রী ফের পোস্ট করলেন আইভরি রংয়ের শারারা সেট পরা কিছু ছবি। 



রিতিকা মিরচন্দানির তৈরি ট্র্যাডিশনাল এই স্যুটে নায়িকার এই এথনিক লুক নজর কেড়েছে সকলের। এই বিশেষ লুকের বিশেষ আকর্ষণ প্রযোজক-পত্নির বিয়ের গোলাপি চূড়া।


Post a Comment

0 Comments