হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

 


শারীরিক অবস্থার উন্নতি বাংলার মুখ্যমন্ত্রীর।হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  মাথায় গুরুতর চোট পেয়ে এসএসকেএমে ভর্তি হন মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে ৪টে স্টিচ নিয়ে নিজ বাসভবনে ফেরেন মুখ্যমন্ত্রী। কীভাবে চোট পেলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে ধোঁয়াশা বর্তমান। তাই, বিভিন্ন মহলের বিভিন্ন জল্পনা-কল্পনাও বর্তমান। 


দলীয় সূত্রে জানানো হয়, মাথায় গুরুতর আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য জ্ঞান হারান দিদি। খবর দেওয়া হয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তড়িঘড়ি এসএসকেএমে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। বসানো হয় ৫-৬ জন ডাক্তারের মেডিক্যাল বোর্ডও। তারপর, কপালে ৪টে স্টিচ এবং ব্যান্ডেজসহ বাড়ি ফেরেন তৃণমূল সুপ্রিমো। অভিষেকের গাড়িতেই মুখ্যমন্ত্রীকে আনা হয় বলে খবর। আপাতত স্থিতিশীল তিনি।


Post a Comment

0 Comments